spot_img

৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে কিশোর গ্যাং লিডারসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের পটিয়া পৌরসভার শীলপাড়া থেকে কিশোর গ্যাং লিডারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোর গ্যাং লিডার পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত নুর হোসাইনের ছেলে আনিসুল ইসলাম আনিস (২৩), তার সহযোগী চন্দনাইশ পৌরসভার মোহাম্মদ আলীর ছেলে আসিফ মহিউদ্দিন (২৯), পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমের ছেলে রিয়াদ হোসেন (২৪) ও পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফুরুক আহমদের ছেলে মোহাম্মদ আরাফাত (২৪)।

পুলিশ জানায়, পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার আনিসুল ইসলাম আনিসসহ সংঘবদ্ধ একটি চক্র পৌরসভার শীলপাড়ায় ইয়াবা সেবন ও বিক্রির জন্য জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০টি ইয়াবা উদ্ধার করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, কিশোর গ্যাং লিডার আনিসসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss