চট্টগ্রাম নগরীর নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ট্রাক থেকে ৭ টন লইট্টা ও তুল ডানডি মাছ জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৩ জুলাই) সকালে নতুনব্রিজ এলাকায় নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করে। তবে এখন দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মাছ শিকার, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত এ নিষেধাজ্ঞা ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে।
সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে নগরীর নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে নৌ-পুলিশ এসব ট্রাকে তল্লাশি করে।
এ সময় ট্রাকে ককসিটের বক্সের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬ হাজার ৯০০ কেজি প্রায় ৭ টন লইট্রা ও তুল ডানডি মাছ জব্দ করা হয়। পরে ৫টি ট্রাকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
নৌ-পুলিশের ওসি মো. একরামুল হক জানান, জব্দ মাছ বিজ্ঞ আদালতের নির্দেশে বিভিন্ন এতিমখানার শিক্ষার্থী ও জেল খানার কয়েদীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথক ৫টি মামলা হয়েছে।
চস/স


