কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আজ রবিবার (১৪ জুলাই) গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে কোটাবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি জানান, অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডেকে আইন পাস করে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রবিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এবং ঢাকার বাইরের শিক্ষার্থীরা পদযাত্রা করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে।
চস/স