চট্টগ্রামে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক নারীর পা বিচ্ছিন্ন হয়েছে। রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ষোলশহর রেল স্টেশনে ট্রেনের ইঞ্জিনে ঘুমাচ্ছিলেন চালক। এ সময় রেল লাইন পার হতে গিয়ে হঠাৎ করে পথচারী ওই নারী ট্রেনের ইঞ্জিনের নিচে পড়েন। এতে ওই নারীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। রক্তের দাগ এখনো লেগে আছে রেললাইনে।
ওই নারীর বয়স ২৫ থেকে ৩০ বছর। তার নাম এখনো জানা যায়নি। তবে তাকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
চস/স