spot_img

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ যুবককে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা

চট্টগ্রাম নগরীর লাল‌দিঘীর প‌শ্চিম পাড় পুরাতন গীর্জা এলাকার এক‌টি আবা‌সিক হোটেলের অ‌ফিস থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে থানা সূত্রে বিষয়টি নি‌শ্চিত করা হয়েছে। গতকাল রাত ৮ টা দিকে ঐ আবা‌সিক হোটেল থেকে মাদকগুলো উদ্ধার করে একজনকে থানায় নিয়ে আসে শিক্ষার্থীরা।

বিয়ষ‌টি নি‌শ্চিত করে কোতোয়ালী থানার ও‌সি ওবায়েদুল হক বলেন, লাল‌দিঘী এলাকা থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধারসহ একজনকে নিয়ে আসেন শিক্ষার্থীরা। মামলা নেওয়া হচ্ছে। কাজ‌ চলছে।

এছাড়া দেশের চলমান প‌রি‌স্থি‌তিতে ট্রা‌ফিকের দা‌য়িত্ব পালনকালে ই‌তোমধ্যে বেশ কয়েক‌টি জায়গা থেকে মাদকদ্রব্য উদ্ধার করে ন‌জির সৃ‌ষ্টি করেছে শিক্ষার্থীরা। তাদের এমন কার্যক্রমকে সাধুবাদ জা‌নিয়েছে সচেতন মহল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss