spot_img

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামের বিপ্লব উদ্যানে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম মহানগরের দুই নম্বর গেটে অবস্থিত বিপ্লব উদ্যানের পরিবেশ ধ্বংস করে নতুন স্থাপনা নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতি। গতকাল বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে বিপ্লব উদ্যানের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

এ সময় বক্তারা বলেন, আমরা আগেও একবার মানববন্ধন করেছিলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাদের কথা রাখেনি। এখানে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে তারপরও চসিক নতুন স্থাপনা নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ব্যবসার জায়গায় ব্যবসা করেন কোনো আপত্তি নাই। কিন্তু প্রকৃতি নষ্ট করে কোনো ব্যবসা করা যাবে না।

বিপ্লব উদ্যান দোকান মালিক সমিতির সভাপতি হুমায়ূন কবির বলেন, ‘আমরা সিটি কর্পোরেশনকে অনুরোধ জানাই অতিসত্ত্বার এই পার্কের নতুন স্থাপনা অপসারণ করে উদ্যানটিকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে। নতুন স্থাপনা নির্মাণ না করতে মহামান্য হাইকোর্টের রায় থাকার পরেও সিটি কর্পোরেশন কেন কালক্ষেপণ করছে আমাদের বোধগম্য নয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss