চট্টগ্রাম-১১ আসনের সদস্য এম এ লতিফকে গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাতে গ্রেফতার করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলনে হামলা ও গুলি করে আহত করার অভিযোগে এর আগে এম এ লতিফসহ মামলায় ১৬ জনের নাম উল্লেখ ও প্রায় ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন কোটা আন্দোলনকারী মো. এরশাদ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের পাটোয়ারী বলেন, এম এ লতিফকে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ (১৭ আগস্ট) এম এ লতিফকে আদালতে এনে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
চস/স


