spot_img

১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১৪শ’ কোটি টাকা ঋণ: শাহ আমানতে ব্যবসায়ী আটক

দুবাই পালানোর সময় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী বহুল আলোচিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত। তার গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের রাউজানে। তিনি সিভিল এভিয়েশন ও বিমানবন্দরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত ছিলেন বলে বিমানবন্দর সূত্র জানায়।

জানা যায়, সকালে দুবাই যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে আসেন ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী। ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ থাকায় ইমিগ্রেশন পুলিশ তার বিদেশ যাওয়া আটকে দেয়। পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss