spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ত্রাণ দিতে গিয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ মারা গেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার।

এর আগে নিজ বিভাগের সহপাঠীদের সাথে নোয়াখালীর সেনবাগের বন্যার্তদের সহায়তার জন্য যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরায়ে সড়ক দুর্ঘটনার শিকার হন তারা। এ ঘটনায় পলাশের দুই পা ভেঙে যায় এবং হিপবোনসহ শরীরের বেশ কয়েক জায়গায় মারাত্মক আঘাত পান। পরে চমেকে ভর্তি করা হয় তাদের। কিন্তু অন্য সহপাঠীরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে আসলেও ৩ আগস্ট তাকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। তবে খুব একটা লাভ হয়েনি। দীর্ঘ নয়দিন বেঁচে থাকার আশায় লড়াই চালিয়ে গেলেও মৃত্যুর কাছে হার মানেন পলাশ।

ফাহিম আহমেদ পলাশ চবির পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। মেডিকেলের কার্যক্রম শেষে নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss