spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রাম জেলা পুলিশের থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ৬টি আগ্নেয়াস্ত্র এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) র‌্যাব সূত্রে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, গতকাল রোববার চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক বাংলাবাজার রোড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ সূত্রে আরও জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। একই সাথে সচেতন নাগরিকদেরকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক বাংলাবাজার রোডের পাশে ঝোপের ভিতর সন্দেহজনক একটি বস্তা পড়ে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় অধিবাসীদের সহায়তায় উক্ত বস্তাটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে উক্ত বস্তা তল্লাশি করে বাটবিহীন চায়না রাইফেল-১টি, বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল-১টি, কাঠের বাটযুক্ত এয়ারগান-১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক-৩টি এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের নিকট জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss