spot_img

৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এস আলমের ৯ কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত

চট্টগ্রামের বহুল আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের বন্ধ থাকা ৯ কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এস আলম গ্রুপ কর্তৃপক্ষ। বছরের প্রথম দিন আজ বুধবার থেকে এসব কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে এস আলম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে গত ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হল। পহেলা জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে। তবে কী কারণে একযোগে নয় কারখানা বন্ধ এবং খোলাও হলো এসব বিষয় পরিষ্কার করেনি এস আলম কর্তৃপক্ষ।

এস আলমের শীর্ষ দুই কর্মকর্তার সাথে মঙ্গলবার রাতে এবিষয়ে যোগাযোগ করলে তারা আনুষ্ঠানিক মন্তব্য দিতে রাজি হননি। জানতে চাইলে বন্ধ হওয়া এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিডেটের ডিজিএম ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার একটা নোটিশ পেয়েছি। আগামীকাল (আজ) থেকে কারখানা চালু করা হবে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দুপুরে এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুই বিজ্ঞপ্তির মাধ্যম আকস্মিকভাবে ৯ কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এই ঘোষণায় তাৎক্ষণিকভাবে কারখানা শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে এবং দশ দফা দাবি জানান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss