spot_img

১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জোড়া খুন: ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ ৭ জনের নামে মামলা

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেটকারে গুলি চালিয়ে দু’জনকে হত্যার ঘটনায় কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ সাতজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় নিহত বখতেয়ার উদ্দিন মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে নগরীর বাকলিয়া থানায় মামলাটি করেন।

অভিযুক্তরা হলেন- ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্না (৩৭), মোহাম্মদ হাসান (৩৬), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর পরিকল্পনায় আসামিরা গুলি চালিয়ে মানিকসহ দু’জনকে হত্যা করে। ছোট সাজ্জাদকে প্রধান আসামি করা হয়েছে। গত ১৫ মার্চ তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ গভীর রাতে নগরীর রাজাখালী এলাকা থেকে একাধিক মোটরসাইকেল নিয়ে আসা সন্ত্রাসীরা একটি প্রাইভেটকারকে ধাওয়া করে। বাকলিয়া এক্সেস রোডের চন্দনপুরা অংশে গাড়িটি থামার পর তারা বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ নিহত হন এবং রবিন ও হৃদয় আহত হন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss