spot_img

২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দেড় কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ চট্টগ্রামে গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন এলাকা থেকে ১ কোটি ৬০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মালামালসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- মো. তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো. আকিদুল আলম শান্ত (২২), মো. হাসান মুরাদ (২৪), মো. নাইমুল হক (২০) ও মো. মনির আহমেদ (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন। তিনি জানান, গতকাল রাতে বিমানবন্দর মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি গাড়িকে সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই গাড়ি থেকে ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশি সিগারেটসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। পরে গ্রেপ্তারদের দেয়া তথ্যমতে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে মো. মনির নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss