spot_img

৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শুরু হওয়া উত্তেজনা চলে প্রায় দুই ঘণ্টা। এসময় চালকরা সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই কাপ্তাই রাস্তার মাথার বাহির সিগন্যাল পর্যন্ত শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চালক জমায়েত হয়ে সড়ক অবরোধ করেন। তারা রিকশা জব্দ ও নিষিদ্ধকরণের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।

প্রথম থেকেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। একপর্যায়ে চালকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ চালকরা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়লে পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দলও সেখানে উপস্থিত হয়। দুপুর ১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং চালকরা ঘটনাস্থল ত্যাগ করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছিল। আমরা সরাতে গেলে তারা হামলা করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে নগরে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন দিনে তিন হাজারের বেশি অটোরিকশা জব্দ করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss