spot_img

২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিক সেবা বৃদ্ধি করতে হবে: ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩ লক্ষাধিক টিসিবি ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

টিসিবির পণ্য প্রাপ্তি নাগরিকদের অধিকার। বিশেষ করে যারা অসচ্ছল, তাদের জন্য এই সহায়তা কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে হবে। এজন্য ফ্যামিলি কার্ডভিত্তিক একটি স্বচ্ছ ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হবে—বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৮ মে) চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় মেয়র জানান, চট্টগ্রাম নগরীতে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষদের জন্য ৩ লাখ টিসিবি ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সরকারিভাবে ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে যে খাদ্যপণ্য দেওয়া হচ্ছে, তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সেজন্য সিটি কর্পোরেশন নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। আমরা চাই, কোনো মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ যেন না থাকে।

মেয়র আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে তথ্যভিত্তিক ডাটাবেইস তৈরি হচ্ছে, তা ভবিষ্যতে আরও সামাজিক সুরক্ষা কার্যক্রমে ব্যবহার করা যাবে। একটি টেকসই নগরী গঠনে দরিদ্রবান্ধব নীতিমালা ও কার্যক্রম জরুরি।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, মেয়র ডা. শাহাদাত হোসেনের কার্যকর নেতৃত্ব ও পরিকল্পনায় অসচ্ছল নাগরিকদের কাছে পণ্য পৌঁছানো সহজ হয়েছে। চট্টগ্রামে এই কার্যক্রম একটি রোল মডেল হয়ে উঠতে পারে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিনসহ কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss