spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন রাসেল উদ্দীন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আজ রবিবার সকালে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।

উল্লেখ্য, রাসেল উদ্দীন সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং দীর্ঘদিন ধরে সাবেক এমপি নদভীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss