spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

যৌথ অভিযানে ছাত্রদলকর্মী হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার

চট্টগ্রামের বাকলিয়ায় যুবদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে ৬ জন এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তারকৃতরা হল- সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম প্রকাশ সাজু (৪৭), মো. আরাফাত (২২), মো. ওসমান (২৮) ও দিদারুল আলম রাসেল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

তিনি বলেন, সাজ্জাদ হত্যাকাণ্ডে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে নগরীর বাকলিয়া এক্সেস রোডের বগারবিল এলাকায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার টাঙানো ও সরানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং ১৩ জন আহত হন। এ ঘটনায় নিহত সাজ্জাদের পিতা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ৩৫/৪০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- মোহাম্মদ বোরহান উদ্দিন (২৯), মো. নজরুল ইসলাম সোহেল (৪২), মিল্টন (৪৪), বাদশা প্রকাশ ছোট বাদশা (৩০), ইউসুফ প্রকাশ হিরন (২৫), সবুজ ইসলাম মিরাজ (২৪), মো. সাইদুল ইসলাম (২০), এমরান হোসেন সাগর (৩০), মোহাম্মদ দিদার (৪৫), রিয়াজ করিম (৩৩), জিহান (২২), মো. তামজিদুল ইসলাম প্রকাশ সাজু (৪৭), মো. আরাফাত (২২), বোরহান প্রকাশ ছোট বোরহান (২৫), মোজাহের মেম্বার (৫০), এহতেশামুল হক ভোলা (৫০) ও মো. নাঈম উদ্দিন (২৪)।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss