spot_img

২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবর গ্রেফতার

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন আহমেদ হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন ভূঁইয়া গ্রেফতার হয়েছেন। হত্যাকাণ্ডের ২৮ দিন পর সোমবার দুপুরে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

১১ অক্টোবর ভোরে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত হন নগরীর আখালিয়ার নেহারিপাড়ার রফিকুল ইসলামের ছেলে রায়হান। এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের স্ত্রী। মামলার পর থেকেই পলাতক ছিলেন বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া।

রায়হান নিহতের ঘটনায় এসআই আকবরসহ বন্দরবাজার ফাঁড়ির চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে আকবরকে পালাতে সহায়তা করায় বরখাস্ত করা হয় ফাঁড়ির এসআই হাসানকে।

মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে। দায়িত্ব পেয়েই বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, নগরের কাস্টঘর ও নিহতের বাড়ি পরিদর্শন করে পিবিআই টিম। এরপর রায়হানের মরদেহ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী, রায়হানের দেহে ১১১টি আঘাতের চিহ্ন ছিল। আর মৃত্যু হয়েছে লাঠি জাতীয় ভোঁতা অস্ত্রের আঘাতে।

এদিকে, রায়হান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বরখাস্ত হওয়া দুই কনস্টেবলকে গ্রেফতার দেখায় পিবিআই। এরপর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেফতার করা হয় রায়হানকে ফাঁড়িতে তুলে নিয়ে যাওয়া এএসআই আশেক এলাহী ও ছিনতাইয়ের অভিযোগ করা সাঈদ নামে একজনকেও।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss