আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। যার প্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল সোমবার থেকে বন্ধ থাকবে।
শনিবার (৩ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয় সভার পর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার-ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
তিনি জানান, আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে। সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে।
আরো পড়ুন: নারীসহ হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধ
এর আগে গতকাল সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার।
চস/স


