প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় এ ভাষণ দেবেন তিনি।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এর আগে গত ৭ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরো পড়ুন:চট্টগ্রামে করোনায় আরও ৫ মৃত্যু , শনাক্ত ৪৩১
প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন। বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও প্রধানমন্ত্রীর এ ভাষণ সম্প্রচার করবে।
উল্লেখ্য, আগামীকাল থেকে ৮ দিনের জন্য লকডাউন শুরু হচ্ছে। এই লকডাউন ঘিরেও ভাষণে তিনি কিছু বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
চস/স


