spot_img

২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ক্যাসিনোর সঙ্গে জড়িত ৪৩ হোতার সম্পদের তথ্য দুদকের হাতে

ক্যাসিনোর জঙ্গে জড়িত ৪৩ হোতার দেশে-বিদেশে থাকা বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিগগিরই তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নোটিশ দেবে এবং একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। এ ব্যাপারে দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত জানান, তদন্তে যদি তাদের সম্পদের আয়ের উত্স সঠিকভাবে না পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা এবং মানিলন্ডারিংয়ের মামলা হবে।

দুদক সূত্র জানিয়েছে, ক্যাসিনোয় জড়িতদের অবৈধ সম্পদের অভিযোগে অনুসন্ধানে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ র‍্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) মহাপরিচালকের সঙ্গেও বৈঠক করেন দুদকের চেয়ারম্যান।

গত সপ্তাহে র‍্যাব ও বাংলাদেশ ব্যাংক ক্যাসিনোর সঙ্গে জড়িতদের বিষয়ে গুরত্বপূর্ণ তথ্য-উপাত্ত কমিশনকে দেয়। এই ৪৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন উপায়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss