চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা কমে নতুন করে ৩৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৩৩ শতাংশ। এদিন করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বুধবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ৩ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করে ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪৫ জনই নগরীর বাসিন্দা।
বাকি ১০৭ জনের মধ্যে লোহাগাড়ার ৩, সাতকানিয়ার ৫, বাঁশখালীর ১১, আনোয়ারার ৫, চন্দনাইশের ৭, পটিয়ার ৯, বোয়ালখালীর ৭, রাউজানের ১, হাটহাজারীর ৩২, ফটিকছড়ির ৬, মিরসরাইয়ের ৭, সীতাকুণ্ডের ১১ ও সন্দ্বীপ উপজেলার ৩ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঁচজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১২০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৬ জন, অ্যান্টিজেন টেস্টে ১৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুইজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে নয়জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে আটজন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯০ হাজার ৫০০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৬ জনের।