spot_img

২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সোমবার আবারও বৈঠকে বসবে রাশিয়া-ইউক্রেন

গত কিছুদিনে দুই দফা বৈঠকে সমাধানে আসতে না পারায় ফের বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। আগামী সোমবার (৭ মার্চ) চলমান সংকট নিরসনে তৃতীয় দফায় আলোচনায় মিলিত হবে দুই দেশ। তবে এবারের বৈঠকটি কোথায় হচ্ছে সে তথ্য প্রকাশ করা হয়নি। – রয়টার্স

শনিবার (৫ মার্চ) ফেসবুকে দেয়া এক পোস্টে ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ার পক্ষ থেকেও শুধু বলা হয়েছিল সোমবার বৈঠক হতে পারে।

এর আগে বেলারুশে দুই দফা বৈঠকে খুব বেশি ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়নি।

এদিকে শুক্রবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে পুতিনের ফোনালাপ হয়। শলৎসকে পুতিন বলেন, ইউক্রেনে অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যদি মস্কোর শর্ত পূরণে ইউক্রেন প্রতিশ্রুতি দেয়।

শর্তগুলো হলো- একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করা, দেশটি থেকে নাৎসীবাদ নির্মূল, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss