আফগানিস্তানের নগরী কুন্দুজে একটি সুন্নি মসজিদে বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪৩ জন। কুন্দুজের মৌলবী সেকান্দার সুফি মসজিদে শুক্রবারের (২২ এপ্রিল) জুমার নামাজের সময় এ হামলা হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। খবর বিবিসি।
এর আগে গত বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদসহ কয়েকটি স্থানে বোমা হামলা হয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সেসব হামলার দায় স্বীকার করেছে।
এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং ৮৭ জন আহত হয়। এছাড়া একইদিনে কুন্দুজে আরেকটি হামলায় নিহত হয় ৪ জন এবং আহত হয় ১৮ জন।
আইএস এসব হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের সাবেক নেতা ও মুখপাত্র হত্যার বদলা নিতে পরিচালিত অভিযানের আওতায় এ সমস্ত হামলা চালানো হচ্ছে।
চস/স