দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
আজ শনিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ১০ জন নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে। তবে টানা ১৭ দিন দেশে করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনে অপরিবর্তিত রয়েছে।
এর আগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়ও দেশে ১৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি হিসাবে সেরে উঠেছেন ২১৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন সুস্থ হয়েছেন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
চস/স