spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মুশফিক-মুমিনুলের লড়াই চলছে

ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। মুমিনুলের নেতৃত্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিষেকে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি দলের। শুরুতে উমেশ যাদবের বলে ক্যাচ হয়ে প্রথমে ফিরে যান ইমরুল কায়েস। এরপরই ইশান্ত শর্মা সাজঘরে ফেরান অন্য ওপেনার সাদমান ইসলাম। এরপর অন্য ভারতীয় পেসার মোহাম্মদ শামি বিদায় করে দেন মোহাম্মদ মিঠুনকে।

এই রিপোর্ট  লেখা পর্যন্ত বাংলাদেশ মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রানে ব্যাট করছে। অধিনায়ক মুমিনুল হক ৩৫ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম ক্রিজে আছেন ৩০ রানে। সাদমান ও ইমরুল কায়েস ৬ করে রান তুলে আউট হন। মিঠুন করেন ১৩ রান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে বাংলাদেশের সেরা দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নেই। তাদের ছাড়াই বাংলাদেশ ভালো খেলার চ্যালেঞ্জ নিয়েছে।

টেস্টের বড় চিন্তা থাকে টস এবং উইকেট। টস কোন অধিনায়ক জিতবেন তার নিশ্চয়তা দেওয়া যায় না। তবে ইন্দোরের উইকেট ভালো বলে পিস রিপোর্টে জানানো হয়েছে। পেসাররা শুরুর কয়েক ঘণ্টা রাজত্ব করবেন। শুরুতে তাই সাদমান, মুমিনুলদের ভারতীয় পেস আক্রমণ সামলাতে হবে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ, এবাদত হোসেন।

ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিশচন্দন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss