spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রাম টেস্টে খেলবেন সাকিব, জানালেন মুমিনুল

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচে সাকিব আল হাসানের খেলা নিয়ে ছিল সংশয়। তা দূর করলেন মুমিনুল হক। শনিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানালেন, সিরিজের প্রথম টেস্টে খেলবেন সাকিব।

শুক্রবার করোনা নেগেটিভ আসে দেশসেরা এই অলরাউন্ডারের। সাকিবের খেলার বিষয়টি নির্ভর করছিল টিম ম্যানেজমেন্টের ওপর। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও জানিয়েছিলেন, ফিট না হলে চট্টগ্রাম টেস্টে একাদশের বাইরে রাখা হবে ৩৫ বছর বয়সী এই তারকাকে।

তবে শতভাগ ফিট আছেন সাকিব। শনিবার সকালে অনুশীলনও করেছেন তিনি। মাঠ পর্যবেক্ষণের পাশাপাশি সাকিব কথা বলেন কোচদের সঙ্গেও।

অনুশীলনে সাকিবকে দেখে মুমিনুলের ভালোই মনে হয়েছে। তিনি বলেন, ‘দেখে মনে হলো ফিট আছেন। অনুশীলনে সাকিব ভাইকে দেখে তো আমার কাছে ভালোই মনে হয়েছে।’

এরপর সিরিজের প্রথম টেস্টে সাকিবের খেলা না খেলার প্রসঙ্গে সব সংশয় দূর দিয়ে মুমিনুল জানান, ‘হ্যাঁ, তিনি খেলবেন।’

আগামীকাল রবিবার (১৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে সিরিজে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে, মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে।

চস/এনএইচ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss