spot_img

৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুবলীগ নেতা হত্যা: ৩০ বছর পর আসামি গ্রেপ্তার

৩০ বছর আগে চট্টগ্রামে যুবলীগ নেতা কাজলকে গুলি করে হত্যার ঘটনায় ডবলমুরিং থানায় দায়ের করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহিদ প্রকাশ শহীদকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন।

সোমবার (৩০ মে) রাতে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর।

তিনি জানান, ১৯৯২ সালে ডবলমুরিং থানার সবুজবাগ এলাকায় যুবলীগ নেতা কাজলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার রায় হয় গত মার্চে। রায়ে শহীদসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। রায়ের পর পলাতক শহীদের বাসার ঠিকানা অনুযায়ী আমরা গ্রেপ্তারি পরোয়ানা পাই। পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শহীদ ডবলমুরিং থানার ৯২ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।

তিনি আরও বলেন, শহীদ দীর্ঘদিন আত্মগোপনে থেকে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। তিনি এমটিভি ডট নেটের সহ-সম্পাদক, দৈনিক রুপালীর চট্টগ্রামের ব্যুরো চিফ বলে পরিচয় দিতেন। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হয়েছিলেন শহিদ। পরে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss