চট্টগ্রামের বাঁশখালীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. রশিদ আহাম্মদকে (৫৫)’ র্যাব-৭ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মো. রশিদ আহাম্মদ উপজেলার বাহারছড়া গ্রামের মৃত সাহাব মিয়ার ছেলে।
সোমবার (৬ জুন) বিকাল সাড়ে ৪টায় নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গত ১৯ জুলাই উপজেলার বাহারছড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে যান ভুক্তভোগী শিশুটি। ওইদিন দুপুরে শিশুটি খেলার জন্য নানার বাড়ির বাইরে বের হলে অভিযুক্ত মো. রশিদ তাকে ফুসলিয়ে তার বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে তার মা তাকে আশেপাশে খুঁজতে থাকে।
এক পর্যায়ে শিশু কন্যাটি তার মায়ের ডাক শুনে রশিদ আহম্মদের বাড়ির সামনে এসে অর্ধউলঙ্গ অবস্থায় কান্নাকাটি করতে থাকে। মেয়ের এমন অবস্থা দেখে ভিকটিমের মা বসত ঘরে প্রবেশ করে। ততক্ষণে রশিদ আহম্মদ দরজা দিয়ে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। এসময় শিশুটিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়। এ ঘটনায় পরদিন শিশু কন্যাটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
তিনি আরো বলেন, এ মামলা দায়ের হওয়ার পর থেকে পলাতক আসামি রশিদ বিভিন্ন জায়গায় পলাতক থেকে শিশুটির বাবাকে মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেয়। র্যাব এ ঘটনায় গোয়েন্দা নজরদারি শুরু করে। সোমবার (৬ জুন) র্যাব জানতে পারে পলাতক আসামি রশিদ আহম্মদ নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ তুলাতলী এলাকায় আত্মগোপন করে আছে। বিকেল সাড়ে ৪টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ ধর্ষণের কথা স্বীকার করে। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
চস/স


