spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারত্তোলনে স্বর্ণ এনে দিলেন মাবিয়া

নেপালের এসএ গেমসে পঞ্চম সোনা জিতেছে বাংলাদেশ। আজ(শনিবার) আরেকটি সোনার পদকের দেখা মিললো মাবিয়া আক্তার সীমান্তের হাত ধরে। ৭৬ কেজি ওজন শ্রেণিতে সাফল্যের হাসি হেসেছেন এই ভারোত্তোলক। গত আসরেও সোনা জিতেছিলেন তিনি।

নেপালের এসএ গেমসে সোনা জিততে পারবেন কিনা, এ নিয়ে সংশয় ছিল মাবিয়ার। যদিও সব সংশয় উড়িয়ে দিয়ে আবারও দেশকে সোনার আনন্দে ভাসিয়েছেন এই ভারোত্তোলক।

গতবার ভারতের গেমসে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৯ কেজি তুলে লাল-সবুজ পতাকা সবার উঁচুতে তুলেছিলেন মাবিয়া। আর এবার সাফল্য পেলেন ৭৬ কেজি ওজন শ্রেণিতে।

আজ ভারোত্তোলন ইভেন্টে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি মিলিয়ে মোট ১৮৫ কেজি ওজন তুলেছেন মাবিয়া। তার পরেই জায়গা করে নেন শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি। তিনি ১৮৪ কেজি ওজন তুলে জিতেছেন রুপা। আর স্বাগতিক নেপালের তারা দেবী ১৭২ কেজি তুলে হয়েছেন তৃতীয়।

এ নিয়ে নেপালের এসএ গেমসে পঞ্চম সোনা জিতলো বাংলাদেশ। দিপু চাকমা তায়কোয়ান্দোর ২৯ প্লাস বয়স শ্রেণিতে বাংলাদেশকে এনে দেন প্রথম সোনা। কারাতে থেকে এসেছে সর্বোচ্চ তিনটি সোনা। ছেলেদের ৬০ কেজি কুমিতে আল আমিন, মেয়েদের ৫৫ কেজি কুমিতে মারজান আক্তার প্রিয়া ও ৬১ কেজি কুমিতে সোনার হাসি হেসেছেন হোমায়রা আক্তার অন্তরা।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss