spot_img

১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনামুক্ত হলেন

করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (২৫ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ড. হাছান মাহমুদ করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, “করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যারা দোয়া করেছেন এবং পাশে ছিলেন সবার জন্য অনেক কৃতজ্ঞতা।”

সম্প্রতি শারীরিক অসুস্থতাবোধ করলে করোনা টেস্ট করেন ড. হাছান মাহমুদ। রিপোর্ট পিজিটিভ আসলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

চিকিৎসাধীন অবস্থাতেও মন্ত্রণালয়ের কাজের গতি অক্ষুন্ন রাখতে ড. হাছান মাহমুদ গত ক’দিনে অনেকগুলো নথিপত্র পর্যালোচনা ও স্বাক্ষর করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণকালের মেয়াদ বৃদ্ধি, চলচ্চিত্রের কাহিনীকার ও চিত্রনাট্যকারদের সম্মানী, রাশপ্রিন্ট অবলোকন, বিদেশি শিল্পী-কলাকুশলীদের আগমন, তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি, তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদফতরের পদ সৃজন ও মঞ্জুরী, অধিদফতরগুলোর টিও অ্যান্ড ই-তে যানবাহন অন্তর্ভুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র ইতিমধ্যেই স্বাক্ষর করেন মন্ত্রী।

আরো পড়ুন: এবার নোয়াখালীর চাটখিলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

সদাকর্মপ্রাণ ড. হাছান মাহমুদ এর আগে করোনাকালে একদিনও ঘরে বসে থাকেননি। প্রতিনিয়ত মন্ত্রণালয় ও দলের কাজে সক্রিয় ছিলেন। নিজ দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসের ঝুঁকি নিয়েছেন, জীবনঝুঁকি জেনেও নিরলসভাবে প্রতিদিনই মন্ত্রণালয় এবং দলীয় দায়িত্ব পালনে জনসাধারণের মধ্যে উপস্থিত হয়েছেন, পরিবার ও সহকর্মীদের নিষেধাজ্ঞা সত্ত্বেও। তথ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss