দেশে এই প্রথম খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার বিচার শেষে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আসামি সম্রাটকে গাজা রাখার অপরাধে ৬ মাস কারাদণ্ড ও ইয়াবা রাখার অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. আতিকুস সামাদ মঙ্গলবার সকাল ১১টায় এ রায় ঘোষণা করেন।
আইনজীবীরা জানান, নগরীর লবণচরা থানা পুলিশ ২০১৯ সালের ২৪ ডিসেম্বর মুক্তার হোসেন বাজার মেইন রোড থেকে ৩০ গ্রাম গাজা ও ৬ পিস ইয়াবাসহ সম্রাটকে আটক করে। এ ঘটনায় লবণচরা থানার এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন গত ৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২১ অক্টোবর আদালতে মামলার চার্জ গঠন করা হয়। পরদিন ২২ অক্টোবর ৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং ২৫ অক্টোবর আর্গুমেন্ট শেষে আজ এ রায় ঘোষণা করা হলো।
আদালতের এপিপি অ্যাডভোকেট শাহারা ইরানী পিয়া জানান, আদালতের বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত রায় ঘোষণা করা সম্ভব হলো। এ আদালতে বিচারাধীন ৭২৯টি মাদক মামলার দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে।
চস/আজহার