spot_img

২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাদক মামলার রায় ঘোষণা মাত্র তিনদিনে!

দেশে এই প্রথম খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার বিচার শেষে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে আসামি সম্রাটকে গাজা রাখার অপরাধে ৬ মাস কারাদণ্ড ও ইয়াবা রাখার অপরাধে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. আতিকুস সামাদ মঙ্গলবার সকাল ১১টায় এ রায় ঘোষণা করেন।

আইনজীবীরা জানান, নগরীর লবণচরা থানা পুলিশ ২০১৯ সালের ২৪ ডিসেম্বর মুক্তার হোসেন বাজার মেইন রোড থেকে ৩০ গ্রাম গাজা ও ৬ পিস ইয়াবাসহ সম্রাটকে আটক করে। এ ঘটনায় লবণচরা থানার এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন গত ৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২১ অক্টোবর আদালতে মামলার চার্জ গঠন করা হয়। পরদিন ২২ অক্টোবর ৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং ২৫ অক্টোবর আর্গুমেন্ট শেষে আজ এ রায় ঘোষণা করা হলো।

আদালতের এপিপি অ্যাডভোকেট শাহারা ইরানী পিয়া জানান, আদালতের বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীদের আন্তরিক প্রচেষ্টায় দ্রুত রায় ঘোষণা করা সম্ভব হলো। এ আদালতে বিচারাধীন ৭২৯টি মাদক মামলার দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss