spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কুমিল্লা চৌয়ারায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লার চৌয়ারা পুরাতন সড়কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে জিল্লুর রহমান গোলাম জিলানী নামের এক যুবলীগ নেতাকে। আজ বুধবার (১১ নভেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাড়ি থেকে সকাল ৭টায় ছেলেকে মাদরাসায় দিতে গিয়ে চৌয়ারা পুরাতন সড়কে অস্ত্রধারী মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা উপুর্যপরি কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিলানীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সকাল ৯টায় হাসপাতালে চিকিৎসার্ধীন অবস্থায় মারা যান তিনি।

গত সিটি করপোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন এ তরুণ নেতা।

২৭নং সিটি কাউন্সিলার মো. আবুল হাসান ও তার ভাই হোসেনসহ অন্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

স্থানীয়রা জানান, ২৫নং ওয়ার্ডে বিএনপির সাবেক কাউন্সিলর খলিলসহ অন্যদের সাথে নির্বাচন ও স্থানীয় আধিপত্য নিয়ে রাজনৈতিক বিরোধের জের এ হতাকাণ্ড হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন: করোনা: একদিনে আরও ১৬ মৃত্যু, শনাক্ত ১৬৯৯

সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, যুবলীগ নেতা জিলানী হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছেন। খুব শিগগিরই হত্যাকারীদের আটক করবে পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss