spot_img

৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বর্তমানে ১১ কোটি ১৭ লাখ ভোটার বাংলাদেশে

হালনাগাদ ভোটার তালিকায় বর্তমানে মোট ভোটার এখন ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ৪৪১ জন; পুরুষ ভোটার পাঁচ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচজন ও নারী ভোটার পাঁচ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন।

মঙ্গলবার জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকার তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান।

তিনি বলেন, এবার হালনাগাদে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন ভোটার যুক্ত হয়েছেন তালিকায়। আর বিদ্যমান তালিকা থেকে মৃত্যুজনিত কারণে বাদ পড়েছেন ১৬ হাজার ৪৯৯ জন।

গত ১৭ জানুয়ারি হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

আসাদুজ্জামান জানান, ২০২০ সালের ২ মার্চ দেশে ভোটার ছিল ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে পাঁচ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন পুরুষ; পাঁচ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন নারী এবং ৩৬০ জন তৃতীয় লিঙ্গের।

হালনাগাদের খসড়া তালিকায় ছিল ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন নতুন ভোটার। তাদের মধ্যে নয় লাখ এক হাজার ৯৮৩ জন পুরুষ; পাঁচ লাখ ৬৩ হাজার ৪৮ জন নারী এবং ১৫ জন তৃতীয় লিঙ্গের।

তালিকায় রিভাইজিং অথরিটির মাধ্যমে যুক্ত হয়েছেন ৪ চার লাখ ৫৩ হাজার ১০ জন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss