spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘স্বাস্থ্যবিধি মেনে বইমেলা চলবে’

করোনা প্রতিরোধে উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করে নির্দেশনা জারি হলেও স্বাস্থ্যবিধি মেনে চলবে অমর একুশে বইমেলা।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা জানান।

এর আগে করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি সিদ্ধান্তের কথা জানায় সরকার।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সব ধরনের জনসমাগম (সামাজিক, রাজনৈতিক, ও ধর্মীয় অন্যান্য) সীমিত করতে হবে।

করোনা মহামারীর কারণে ১ ফেব্রুয়ারি থেকে পিছিয়ে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গত ১৮ মার্চ বইমেলা শুরু হয়। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত মেলা চলার কথা রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss