spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ১২-১৮ বছরের শিক্ষার্থীরা টিকা দিতে পারবে’

১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুমোদন পেলেই ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এই বয়সী শিক্ষার্থীদের আপাতত ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, এ মাসে আরও আড়াই কোটি টিকা আসবে। এর মধ্যে সিনোফার্মের দুই কোটি এবং ফাইজারের ৫০ লাখ টিকা রয়েছে। সম্প্রতি করোনা সংক্রমণের হার কমে যাওয়ায় করোনা চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালের কিছু শয্যা অন্য রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss