spot_img

২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন বাবলু আর নেই

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২ অক্টোবর) সকালে সাড়ে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচাতো ভাই রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু।

তিনি জানান, এর আগে করোনা আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ধানম‌ন্ডি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতা‌লে ভ‌র্তি হন। করোনা থেকে তিনি সুস্থও হয়েছিলেন। কিন্তু আজ সকালে স্ট্রোক করে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, জিয়াউদ্দিন আহমেদ বাবলু মরদেহ এখন হাসপাতালেই রাখা হয়েছে। জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর নামাজে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss