spot_img

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের দেয়া আরও ২৫ লাখ ফাইজারের টিকা আসছে

কোভ্যাক্স কর্মসূচির আওতায় মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরো ২৫ লাখের বেশি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা আগামী সপ্তাহের শুরুর দিকেই বাংলাদেশে পৌঁছাবে। এছাড়া পাঁচটি চালানে মোট ৫৫ লাখ ৭৫ হাজার ৫০ ডোজ টিকা পাবে ফিলিপাইন।

এদিকে বিশ্বের মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি টিকা অনুদান দিয়েছে উল্লেখ করে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, মার্কিন প্রশাসন বুঝতে পেরেছে মহামারির অবসান ঘটাতে করোনা সারাবিশ্ব থেকেই নির্মূল করা প্রয়োজন।

এএফপির প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েক লাখ করোনার টিকা পেয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই এসেছে ২৫ লাখ ফাইজার টিকা।

এদিকে করোনা মহামারিতে ফিলিপাইনে ২৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন ও ৩৮ হাজারের বেশি মৃত্যু হয়েছে। দেশটির মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এরই মধ্যে দুই ডোজ করে টিকা পেয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss