spot_img

৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

স্বর্ণসহ গ্রেফতার যুক্তরাষ্ট্রের নাগরিক ৩ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি সোনাসহ গ্রেফতার যুক্তরাষ্ট্রের নারী নাগরিক শাহনাজ চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজ থেকে তাকে গ্রেফতার করে ঢাকা কাস্টম হাউজ। এ সময় ঐ নারীর অন্তর্বাসে থেকে সোনা লুকানো ছিল। ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার মো. সানোয়ারুল কবীর বিষয়টি জানান।

জানা যায়, এমিরেটস এয়ারলাইনসের এক যাত্রীর মাধ্যমে বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হতে পারে এই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রিভেনটিভ দলের শাহজালাল বিমানবন্দরজুড়ে তাদের নজরদারি রাখে।

মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮২ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। এসময় যাত্রী শাহনাজ চৌধুরীকে শনাক্ত করা হয়। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি সবকিছু অস্বীকার করেন।

যাত্রী শাহনাজ চৌধুরী দুবাই ট্রানজিট হয়ে আমেরিকা থেকে বাংলাদেশে আসেন। তার কাছ থেকে ৫৯ পিস সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন ৬ কেজি ৮০০ গ্রাম। আটক সোনার বাজার মূল্য প্রায় প্রায় ৫ কোটি টাকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss