spot_img

৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে ডেনমার্কের রাজকুমারী

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছালে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারি কর্মকতারা।

এ সময় তিনি ড্যানিশ রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন। এরপর তিনি ৬ ও ৮ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। এরপর তিনি হেঁটে ক্যাম্প ঘুরে দেখবেন এবং রোহিঙ্গা নাগরিকদের সঙ্গে কথা বলবেন।

এছাড়া রাজকুমারী গাছের চারা রোপণ করবেন। তারপর তিনি রাজাপালং এলাকায় স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে সোমবার বিকেলে তিন দিনের সফরে কক্সবাজার পৌঁছায় ডেনমার্কের রাজকুমারী। বুধবার (২৭ এপ্রিল) হেলিকপ্টারযোগে কক্সবাজার থেকে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss