spot_img

৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ হবে আরও ১৭১ উপজেলায়

সারাদেশের ১৮৬টি উপজেলায় ইতিমধ্যে শুরু হয়েছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ। আরও ১৭১টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। পাশাপাশি জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলার জন্য উন্মুক্ত করার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান।

আজ বুধবার (১১ মে) জাতীয় ক্রীড়া পুরস্কার ‘২০১৩-২০২১’ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্য দিনদিন বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের আরও উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘তাদের একটু বেশি করে সুযোগ দিতে হবে এবং আরও উৎসাহিত করতে হবে। জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো সচল করলে ছেলেমেয়েরা আরও আগ্রহী হবে। খেলাধুলা একধরনের শরীরচর্চা, এর মাধ্যমে ছেলেমেয়েরা শারীরিক ও মানসিকভাবে উন্নত হবে।’

গ্রামীণ খেলাধুলাকে সচল করার জন্য আহ্বান জানান প্রধানমন্ত্রী। ঢাকায় খেলাধুলার জায়গা কম জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে উদ্যোগ নিয়েছি, প্রতিটি এলাকায় যাতে খেলার মাঠ থাকে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পরিবারটা মূলত খেলাধুলার সঙ্গে সব সময় জড়িত ছিল। আমার দাদা ফুটবল খেলতেন, এমনকি আমার দাদার ছোট ভাই তিনিও ফুটবল খেলতেন, আমার বাবা খেলতেন। কামাল, জামাল তো শুধু ফুটবল নয়, ক্রিকেট, বেসবল, ব্যাডমিন্টনসহ সব ধরনের খেলাই খেলত। এমনকি কামাল ও জামালের স্ত্রীরাও খেলত। কাজেই আমাদের পরিবারের সঙ্গে ক্রীড়াঙ্গনের সম্পৃক্ততা সব সময়ই রয়েছে।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন প্রমুখ।

চস/এনএইচ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss