spot_img

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার
২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে। ঢাকায় ফিরে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে পেঁয়াজ আমদানি করার পদক্ষেপ নেওয়া হবে। দ্রুতই পেঁয়াজ আমদানি করা হবে।’

শনিবার (২০ মে) সকালে রংপুরে দুই দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ‘ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের চেষ্টা করছে।’

বিএনপির লাগাতার বিভিন্ন কর্মসূচি পালনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তারা রাজনীতির মাঠ গরম রাখার জন্য এসব করছে। কিন্তু জনগণ তাদের সঙ্গে নেই।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতারা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss