spot_img

৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নাইক্ষংছড়ি সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশ এক সঙ্গে কাজ করছে: আইজিপি

বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী পুলিশও কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ঘুমধুম সীমান্ত এলাকার ভয়াবহ পরিস্থিতির কারণে স্থানীয় লোকজন আতঙ্কের মধ্যে আছেন, সীমান্ত এলাকায় পুলিশ কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত আহত হয়ে যারা আমাদের দেশে এসেছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার করেছে। বাংলাদেশ পুলিশ, বিজিবি ও প্রশাসন, সকলে মিলে সরকারের নির্দেশনার আলোকে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশের প্রয়োজনে দায়িত্ব পালনে প্রস্তুত আছে।’

সীমান্ত এলাকায় মর্টারশেলের আঘাতে দু’জন নিহত হয়েছেন, এখন তারা কাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘কে মর্টার শেল নিক্ষেপ করেছে তা এখনো সুনিশ্চিত না। এ ঘটনায় আমরা একটা মামলা নিয়েছি। মামলার আসামি অজ্ঞাতনামা। তদন্তে যাদের নাম আসবে পরবর্তীতে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

সীমান্তের বর্তমান পরিস্থিতিতে পুলিশ সদস্যদের কী নির্দেশনা আছে এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। জেলা পুলিশসহ এপিবিএন সতর্ক অবস্থায় আছে। সীমান্তে বিজিবি দায়িত্ব পালন করছে। তাদের দায়িত্ব পালনে যে সহযোগিতা চাচ্ছে, আমরা সেই সহযোগিতা দিচ্ছি। স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থা মিলে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss