spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিমানবন্দর থেকে আটক মেজর জেনারেল জিয়াউল আহসান

সেনাবাহিনী থেকে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান আটক করা হয়েছে। আজ বুধবার (৭ আগস্ট) ভোররাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনার পর তাকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, জিয়াউল আহসানকে বহনকারী এমিরেটসের ফ্লাইট-৫৮৫ রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয়। পরে ফ্লাইট থেকে তাকে আটক করে নামিয়ে আনা হয়।

সূত্র জানিয়েছে, জিয়াউল আহসানকে বিমানবন্দর থেকে ঢাকা সেনানিবাসে নিয়ে গেছেন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) সদস্যরা।

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।

২০০৯ সালের র‌্যাব-২-এর সহঅধিনায়ক হন জিয়াউল আহসান। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। সে সময় থেকেই তার বিরুদ্ধে গুম ও গুপ্ত হত্যার অভিযোগ ওঠে। সূত্র: ডেইলি স্টার

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss