spot_img

১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ

আজ ১৫ আগস্ট, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। তবে এ উপলক্ষে আজ বৃহস্পতিবার কোনো কর্মসূচি না থাকলেও আগামীকাল শুক্রবার তার জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সারাদেশের সকল বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এদিকে ৬ আগস্ট তিনি মুক্তি পেয়েছেন। শারীরিক অবস্থাও এখন নিয়ন্ত্রণে। তাই যেকোনো সময় এভারকেয়ার হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া।

বিএনপি কার্যালয় থেকে জানানো হয় ১৯৪৫ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তাই এই শোকের দিনে বেশ ক’বছর ধরে খালেদা জিয়ার নির্দেশে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত আছে বিএনপি।

সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাই যে কোনো সময় তিনি গুলশানের বাসা ফিরোজায় ফিরতে পারেন। পরিবারের পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে তার জন্মদিন পালনের প্রস্তুতি থাকলেও খালেদা জিয়া জন্মদিন পালনে বারণ করে দিয়েছেন। পরদিন শুক্রবার সারাদেশের সকল বিএনপি কার্যালয়ে তার জন্মদিন উপলক্ষে দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করলে তিনি আপত্তি করবেন না।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss