spot_img

৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় দেশে আরও ৫ রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৬১

নতুন করে দেশে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৬১ জন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (০৩ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ  তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, কেউ জটলা বাধাবেন না। জটলা বাধালে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ মেনে চললে করোনা ঝুঁকি এড়ানো সম্ভব হবে। আমাদের নতুন ১৪/১৫ টি পরীক্ষাগার করা হয়েছে। সবাইকে পরীক্ষা করানোর জন্য আহ্বান জানাই। পরীক্ষা করলে কোন সমস্যা নাই। পরীক্ষা করলে আমরা জানতে পারব সামাজিক ভাবে করোনা কতটুকু ছড়িয়েছে।

তিনি বলেন, আমাদের পিপিই অভাব নেই। সকল হাসপাতালে পিপিই পৌঁছে গেছে। সরকারি হাসপাতালে ডাক্তার ও নার্সরা কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। সেটা আমরা জানতে পেরেছি। তাদের আহ্বান জানাব তারা যেন তাদের কার্যক্রম চালিয়ে যায়। না হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনেক মিডিয়া বিভ্রান্তিমূলক নিউজ দিচ্ছে, গুজব ছড়াচ্ছে। এতে সরকারের কাজ ব্যাহত হচ্ছে। মিডিয়াকে বলব, আতঙ্ক না ছড়িয়ে পজেটিভ নিউজ করতে।

করোনা আক্রান্তদের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৫১৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৫ জন মোট আক্রান্ত ৬১ জন। আইইডিসিআরের বাইরে যে ল্যাবগুলো রয়েছে সেগুলোতে এই পাঁচ জনের মধ্যে ৩ জনের করোনা শনাক্ত করা হয়। আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন ২৯ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৭ জন নিজেদের বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আর বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss