spot_img

২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নীলফামারীতে চিকিৎসক করোনাভাইরাস পজেটিভ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ায় ওই স্বাস্থ্য কমপ্লেক্সসহ পুরো উপজেলার ৯টি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে লকডাউন ঘোষণা করা হয়।

জানা যায়, ওই চিকিৎসকের বাড়ি ঢাকায়। তিনি গত ২৫ মার্চ ছুটিতে ঢাকা গিয়েছিলেন। ৩ এপ্রিল ঢাকা থেকে ফিরে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছিলেন। এ অবস্থায় তিনি জ্বর, সর্দি, হাঁচি ও কাশিতে আক্রান্ত হয়ে পড়েন।

আরো পড়ুন: তিনজন যেভাবে দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হলেন

সংশ্লিষ্ট সূত্র মতে, গতকাল সোমবার (৬ এপ্রিল) নীলফামারীতে করোনা সন্দেহে সাতজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়। ওই সাতজনের মধ্যে একজনের পজিটিভ প্রতিবেদন মঙ্গলবার নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগে আসে। ওই একজন হলেন, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা। তাকে উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওই স্বাস্থ্য কেন্দ্রটি লকডাউন করা হয়েছে। ওই চিকিৎসকের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের চিহ্নিত করার কাজ চলছে এবং স্বাস্থ্য কেন্দ্রে যারা আছেন তাদের কোয়ারেন্টাইন করা হবে।

এদিকে এ ঘটনায় প্রশাসন উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রাম ও হাটবাজার লকডাউন ঘোষণা করেছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss