spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

জয়পুরহাটে দুইজনের করোনা শনাক্ত

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দু’জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে করোনা রোগী শনাক্ত হওয়ার পর রাতেই জেলা প্রশাসক জাকির হোসেন জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষণা করেছেন। বৃহস্পতিবার রাত দশটা থেকে এই লকডাউন কার্যকর হবে।

আরো পড়ুন: পুরো বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ‘কঠোর নির্দেশনা’ জারি

জয়পুরহাটের সিভিল সার্জন ডা: সেলিম মিঞা জানান, আক্রান্তরা নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে পাঠানো এক রিপোর্টে তাদের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়ার কথা জানা গেছে।

তিনি বলেন, করোনা টেস্টের জন্য গত কয়েকদিনে জেলা থেকে মোট ১৩৫ জনের নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে। যাদের মধ্যে ৮৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে দু’জনের রিপোর্ট পজিটিভ এবং ৮৬ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss