spot_img

২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: মুন্সীগঞ্জে আক্রান্ত আরও ৬ জন শনাক্ত

মুন্সীগঞ্জে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ছিলো ৩৭ জন। শনিবার সকালে নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।

নতুন আক্রান্তরা হলেন, মুন্সীগঞ্জ সদরে ৩ জন, টঙ্গিবাড়ী ২ জন এবং সিরাজদিখান ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। আক্রান্ত অধিকাংশ ব্যক্তি ঢাকা-নারায়ণগঞ্জ ফেরত মানুষের সংস্পর্শে আক্রান্ত হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন: সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলামের ছেলে আসিফ মারা গেলেন করোনায়

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, মুন্সীগঞ্জ জেলায় এই পর্যন্ত ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজকে নতুন ৬ জনের মধ্যে একজন ছিলো মৃত ব্যক্তি। তার নমুনার ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়। জেলায় আক্রান্ত রোগী এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছে ১৭ জন। আর হোম কোয়ারেন্টাইনে আছে ২৩৮ জন।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss