spot_img

১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সমাবেশ শেষে এনসিপির গাড়িবহরে হামলা, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার পর পুরো শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এ হামলার ঘটনার পরপরই গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরজুড়ে ১৪৪ ধারা জারি করে সকল ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে।

জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জানান, শহরে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।

দুপুর পৌনে ৩টার দিকে এনসিপির গাড়িবহরটি গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে পৌঁছালে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় অংশ নেয়।

শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। সমাবেশস্থলের চেয়ার রাস্তায় এনে আগুন দেওয়া হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়, যান চলাচল বন্ধ হয়, এবং সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এর আগে দুপুর আড়াইটার দিকে এনসিপির সমাবেশ শেষ হয়। ফেরার পথে তাদের গাড়িবহরের ওপর একাধিক দফায় হামলা হয়। এনসিপির অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরুতে নিষ্ক্রিয় ছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss